বাংলাদেশের অন্যান্য উপজেলার ন্যায় ঝিনাইদহ সদর উপজেলায় একটি কৃষি অফিস রয়েছে যাহা উপজেলা কৃষি অফিস, ঝিনাইদহ সদর নামে পরিচিত । এই অফিস কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলা পর্যায়ে উপপরিচালক এবং অঞ্চলের অতিরিক্ত পরিচালকের অধীন পরিচালিত। বর্তমানে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, ঝিনাইদহ সদর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল কর্মকান্ড পরিচালিত হয় কৃষি অঞ্চলের মাধ্যমে। সকল কৃষি অঞ্চলের মধ্যে যশোর অঞ্চল অধীন ঝিনাইদহ জেলা রকমারী কৃষির জন্য যেমন খাদ্যে উদ্বৃত্ত তেমনি কৃষির আধুনিক গবেষণা লব্দ প্রযুক্তি মাঠে সফল প্রয়োগের মাধ্যমে দেশের দক্ষিণ অঞ্চল খাদ্য ভান্ডারে পরিনত হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলা ১৭ টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভা নিয়ে গঠিত। ঝিনাইদহ সদর উপজেলায় নীট ফসলি জমি ৩৩৩৬২ হেক্টর। এর মধ্যে এক ফসলী- ৬৩০ হেঃ, দুই ফসলী- ১২৭০৮ হেঃ, তিন ফসলী- ১৮৩০৯ হেঃ, তিন ফসলের অধিক- ১৭১৫ হেক্টর এতে ফসলের নিবিড়তা ২৬৩%। উক্ত ফসলী জমি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষের খাদ্যের মৌলিক চাহিদা ফসল উৎপাদনে অগ্রনী ভূমিকা রাখছে। সফলতা অর্জনে শস্য উৎপাদনে আধুনিক প্রযুক্তি যথা পানি সাশ্রয়ে AWD ব্যবহার এবং ভূ-উপস্থ পানি (জিকে, বৃষ্টি, খাল, পুকুর ও নদী) ব্যবহার সুষম মাত্রায় সার ব্যবহার, বালাই দমনে পার্চিং, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার ও সবুজ সার (ধৈঞ্চা) অধিক ব্যবহার, গুটি ইউরিয়া ব্যবহার, মানসম্মত বীজ ব্যবহারসহ 720 জন কৃষক/কৃষানীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এক নজরে উপজেলার কৃষি
সাধারন তথ্যঃ |
জমির পরিমানঃ |
খাদ্য পরিস্থিতিঃ (২০১৮-১৯) |
||||
ক) মোট এলাকা- ৪৭,১১১ হেঃ ৪৭১.১১ বর্গ কি.মি. |
ক) মোট আবাদী জমি- ৩৩৩৬২ হেঃ |
ক) জনসংখ্যা- ৪৯১২৬৭ জন |
||||
খ) পৌরসভার সংখ্যা- ০১ |
উচু জমি- ১০০১২ হেঃ |
খ) খাদ্য প্রয়োজন (৪৮৭ গ্রাম/জন/দিন) (মেঃটন)- ৮৭৩২৫ |
||||
গ) ইউনিয়নের সংখ্যা- ১৭ |
মাঝারী জমি- ১৭২০০ হেঃ |
গ) বীজ গোখাদ্য ও অপচয় বাবদ- (খাদ্য প্রয়োজনের ১১.৫৮%)(মেঃটন)- ১০১১২ |
||||
ঘ) গ্রামের সংখ্যা- ৩১৫ |
মাঝারী নিচু জমি- ৫৩৫৪ হেঃ |
ঘ) মোট খাদ্য চাহিদাঃ (খ+গ)- ৯৭৪৩৭ মেঃ টন |
||||
ঙ) মৌজার সংখ্যা- ২৬৮ |
নিচু জমি- ৭৯৬ হেঃ |
ঙ) মোট খাদ্য উৎপাদন (চাউল+গম)- ১৮৪৩৩৪ মেঃ টন |
||||
চ) ব্লকের সংখ্যা- ৫২ |
অতি নিচু জমি-০ হেঃ |
চ) উদ্বৃত্ত মেঃ টন- ৮৬৮৯৭ মেঃ টন |
||||
|
|
|
||||
কৃষক পরিবার সংখ্যাঃ (২০১৮-১৯) |
জমির ব্যবহারঃ |
সেচ যন্ত্রের বিবরণঃ |
||||
মোট কৃষক পরিবার সংখ্যা- ৭৫১৯৮ |
নীট ফসলী জমি-৩৩৩৬২ হেঃ |
সেচ যন্ত্রের নাম |
ডিজেল চালিত |
বিদ্যুত চালিত |
সেচকৃত জমি |
|
ভূমিহীন- ৩১২৪২ |
এক ফসলী জমি-৬৩০ হেঃ |
গভীর নলকুপ- |
০৯ |
১৪১ |
২০১২ হেঃ |
|
প্রান্তিক- ১৬৮৬৮ |
দুই ফসলী জমি-১২৭০৮ হেঃ |
অগভীর নলকুপ |
১২৪০০ |
২৮৭৫ |
৩১৬৮৯ হেঃ |
|
ক্ষুদ্র- ১৬২৪২ |
তিন ফসলী জমি-১৮৩০৯ হেঃ |
সোলার পাম্প- ১৯ টি |
৭৫ হেঃ |
|||
মাঝারী- ৭১৭০ |
তিন ফসলের অধিক জমি-১৭১৫ হেঃ |
মোট সেচ যন্ত্রের সংখ্যাঃ ১৫৪৪৪ |
||||
বড়- ৪১৮০ |
মোট ফসলী জমি-৮৭৮৩৩ |
মোট সেচকৃত জমিঃ ৩৩২০০ হেঃ |
||||
|
ফসলের নিবিড়তা- ২৬৩% |
|
||||
সার ডিলার সংখ্যাঃ |
যান্ত্রিকীকরণ তথ্যঃ |
কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ - ৬৭৩০৮ (২০১৪ সাল) |
||||
বিসিআইসি-১৮ টি |
ট্রাক্টার-১৮২ টি |
পাওয়ার টিলার-৩২৯৮ |
কৃষক ব্যাংক একাউন্ড- ৪৭৬৪৫(২০১৪ সাল) |
|||
বিএডিসি- ৫ টি |
ড্রাম সিডার- ০৯ টি |
কর্নসেলার- ৫০ টি |
|
|||
খুচরা সার বিক্রেতা - ১২৫ টি |
প্যাডেল থ্রেসার- ১৫০০০ টি |
মাড়াই যন্ত্র: পাওয়ার থ্রেসার-৪ মেইজ শেলার-৫ |
বালাইনাশক ডিলারের সংখ্যাঃ |
|||
রেজিঃ নার্সারী সংখ্যাঃ ০৯ টি |
কম্বাইন্ড হারভেস্টার -৩২ টি |
রিপার- ১১ টি |
পাইকারী- ৩০ |
|||
|
রাইস ট্রাসপ্লান্টার- ০২ টি |
সিডার-১১৭ টি |
খুচরা- ৫২০ |
|||
|
শক্তি চালিত স্প্রে মেশিন- ১৮ টি পটেটো ডিগার-২ |
বেডপ্লান্টার-২৬ টি হস্তচালিত স্প্রে মেশিন- ৩০,০০০ টি |
মোট- ৫৫০ |
|||
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস