Wellcome to National Portal
Main Comtent Skiped
Welcome to the information of Upazila Agriculture Officer Office, Jhenaidah Sadar, Jhenaidah.

Title
Agricultural fair-2025 held
Details

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ কর্তৃক উপজেলা পরিষদ সংলগ্ন চত্বরে 24/02/2025 খ্রি. তারিখ হতে 26/02/2025 খ্রি. তারিখ পর্যন্ত মোট 03 (তিন) দিনব্যাপী যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় “কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-2025” আয়োজন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোঃ নূর-এ-নবী এর স্বাগত বক্তব্য এর মাধ্যমে মেলার কার্য ক্রম শুরু হয়। মেলার আনু্ষ্ঠানিক উদ্বোধন করেন  জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল , জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ঝিনাইদহ। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রাজিয়া আক্তার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।  উক্ত মেলায় কৃষির বিভিন্ন আধুনিক প্রযুক্তি 18 টি স্টলের মাধ্যমে নান্দনিকভাবে তুলে ধরা হয়েছে।

Attachments
Publish Date
24/02/2025
Archieve Date
10/07/2028