ঝিনাইদহ জেলার সদর উপজেলা একটি কৃষি সমৃদ্ধ উপজেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আন্তরিক প্রচেষ্ট ও কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফলে ঝিনাইদহ সদর উপজেলা দানা শস্য সবজি ও ফলে উদ্বৃত্ত একটি উপজেলা। উপজেলা হতে ফল ও সবজি দেশের চাহিদা মিটিয়ে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ঝিনাইদহের ব্রান্ড “কলা আর পান ঝিনাইদহের প্রাণ” এর সাথে নতুন করে যুক্তি হচ্ছে ফল। কোভিড-19 পরবর্তী স্বাস্থ্য সুরক্ষায় সহায়তাকারী কলা পানের পাশাপাশি মানব দেহের প্রয়োজনীয় খনিজ পদার্থের উৎস ফল এর চাহিদা মেটাতে ঝিনাইদহ সদর উপজেলায় 510 হেক্টর জমিতে ড্রাগন, কমলা, মাল্টা, পেঁয়ারা, আমসহ প্রচলিত ও অপ্রচলিত ফল বাগান স্থাপনের পরিকল্পনা গ্রহণ, মাটির স্বাস্থ্য সুরক্ষা ও সার ব্যবস্থাপনা পরিবেশ বান্ধব প্রযুক্তি সম্প্রসারণ জলবায়ুগত পরিবর্তনের কারণে সম্ভাব্য দুর্যোগপ্রবণ এলাকার উপযোগী কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, সেচ কার্যে ভূ-উপরিস্থ ও বৃষ্টির পানির দক্ষ ব্যবহার, চাষী পর্যায়ে মানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ, মানসম্পন্ন ও রপ্তানীযোগ্য ফল, সবজি চাষ এলাকা সম্প্রসারণ, বসতবাড়ির আঙ্গিনার কার্যকর ব্যবহার, শস্য বিন্যাসে ডাল, তেল, মসলা ও সবজি জাতীয় ফসল অন্তর্ভূক্ত করে ফসলের বহুমুখীতা এবং নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, সম্প্রসারণ কর্মীর প্রযুক্তিগত জ্ঞান ওদক্ষতা উন্নয়ন, কৃষক/কৃষাণীদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিকরণ, দ্রুত প্রযুক্তি বিস্তারে উ-কৃষি প্রবর্তন, খামার যান্তিকীকরণ, শুদ্ধাচার কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS