1. কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম মনিটরিং ও জোরদার করনের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরে খাদ্য শস্য (চাল, গম ও ভূট্টা) ১,৯৭,১০০ মেঃ টন উৎপাদন সম্ভব হবে।
2.লাগসই আধুনিক প্রযুক্তির উপর ১,২৫০ কৃষক/ কৃষানীকে প্রশিক্ষণ প্রদান।
3. আধুনিক প্রযুক্তির উপর ৫২ জন সম্প্রসারণ কর্মীকে প্রশিক্ষণ প্রদান।
4. জমিতে জৈব সার প্রয়োগ উৎসাহিতকরণে ৭,০০০ জন কৃষককে পরামর্শ প্রদান এবং কৃষকের বসতভিটায় ৯০০ টি খামারজাত সারের স্তুপ স্থাপন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS