Wellcome to National Portal
Main Comtent Skiped
Welcome to the information of Upazila Agriculture Officer Office, Jhenaidah Sadar, Jhenaidah.

Future Plan

ঝিনাইদহ জেলার সদর উপজেলা একটি কৃষি সমৃদ্ধ উপজেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আন্তরিক প্রচেষ্ট ও কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফলে ঝিনাইদহ সদর উপজেলা দানা শস্য সবজি ও ফলে উদ্বৃত্ত একটি উপজেলা। উপজেলা হতে ফল ও সবজি দেশের চাহিদা মিটিয়ে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ঝিনাইদহের ব্রান্ড “কলা আর পান ঝিনাইদহের প্রাণ” এর সাথে নতুন করে যুক্তি হচ্ছে ফল। কোভিড-19 পরবর্তী স্বাস্থ্য সুরক্ষায় সহায়তাকারী কলা পানের পাশাপাশি মানব দেহের প্রয়োজনীয় খনিজ পদার্থের উৎস ফল এর চাহিদা মেটাতে ঝিনাইদহ সদর উপজেলায় 510 হেক্টর জমিতে ড্রাগন, কমলা, মাল্টা, পেঁয়ারা, আমসহ প্রচলিত ও অপ্রচলিত ফল বাগান স্থাপনের পরিকল্পনা গ্রহণ, মাটির স্বাস্থ্য সুরক্ষা ও সার ব্যবস্থাপনা পরিবেশ বান্ধব প্রযুক্তি সম্প্রসারণ জলবায়ুগত পরিবর্তনের কারণে সম্ভাব্য দুর্যোগপ্রবণ এলাকার  উপযোগী কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, সেচ কার্যে ভূ-উপরিস্থ ও বৃষ্টির পানির দক্ষ ব্যবহার, চাষী পর্যায়ে মানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ, মানসম্পন্ন ও রপ্তানীযোগ্য ফল, সবজি চাষ এলাকা সম্প্রসারণ, বসতবাড়ির আঙ্গিনার কার্যকর ব্যবহার, শস্য বিন্যাসে ডাল, তেল, মসলা ও সবজি জাতীয় ফসল অন্তর্ভূক্ত করে ফসলের বহুমুখীতা এবং নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, সম্প্রসারণ কর্মীর প্রযুক্তিগত জ্ঞান ওদক্ষতা উন্নয়ন, কৃষক/কৃষাণীদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিকরণ, দ্রুত প্রযুক্তি বিস্তারে উ-কৃষি প্রবর্তন, খামার যান্তিকীকরণ, শুদ্ধাচার কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন।